facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

টিকটকে ২০ বিলিয়ন ডলারের ই-কমার্স ব্যবসা


১০ জুন ২০২৩ শনিবার, ১০:৫৯  এএম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


টিকটকে ২০ বিলিয়ন ডলারের ই-কমার্স ব্যবসা

চীনা শর্টভিডিও প্ল্যাটফর্ম টিকটকে চলতি বছর ই-কমার্স কার্যক্রম অন্তত চারগুণ বৃদ্ধি পাবে। এ সময় দুই হাজার কোটি ডলারের (২০ বিলিয়ন) পণ্যসামগ্রী বিক্রি হবে। টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স এমন পূর্বাভাস দিয়েছে।

গত বছর টিকটকে ৪৪০ কোটি ডলারে পণ্য কেনাবেচা হয়। টিকটক যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে। এসব অঞ্চলে নতুন প্রজন্ম বিশেষ করে কিশোর-কিশোরীদের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম হচ্ছে টিকটক।

প্ল্যাটফর্মটির মাধ্যমে ইন্দোনেশিয়ার মতো বাজারে প্রত্যাশার চেয়ে বেশি পণ্য বিকিকিনি হচ্ছে। টিকটকের ই-কমার্স প্ল্যাটফর্ম গ্রাহকদের লাইভ সম্প্রচারের সময় অ্যাপে লিঙ্কের মাধ্যমে পণ্য ক্রয় করতে দেয়।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কোম্পানিটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপে তার বিক্রয় সম্প্রসারণের জন্য কাজ করছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ